অনলাইন ডেস্ক : মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের জাতির পিতার নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধ করি, সেই মুক্তিযুদ্ধে ভারতবাসীর অবদান আমরা চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। তাই এদেশের মানুষের প্রতি সবসময় আমার কৃতজ্ঞতা জানাই, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দক্ষিণ কলকাতা তাজ বেঙ্গল হোটেল ওয়ান-অন-ওয়ান বৈঠকে মিলিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। বৈঠক শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, আমি যখনই এদেশে আসি আমার খুবই ভালো লাগে। এক কোটি শরণার্থী এখানে আশ্রয় নিয়েছিল এবং সেই সময়ের সব রকম সহযোগিতা পেয়েছিল। এটা আমরা সবসময় মনে রাখি। এই যে আমরা দুটো প্রতিবেশী দেশ সবসময় আমাদের সম্পর্ক চমৎকার এবং এই প্রতিবেশী দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় থাকুক সেটাই আমরা চাই।
ইডেনে পিঙ্ক টেস্ট নিয়ে তিনি বলেন, এই ক্রিকেট খেলায় আমরা এবার হয়ত ভালো করতে পারছি না। ইনশাআল্লাহ আমরা একদিন নিশ্চয়ই ভালো করব।