Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

উইন্ডোজ আপডেটের প্রলোভন দেখিয়ে সাইবার হামলা

অনলাইন ডেস্ক : হালনাগাদ সংস্করণের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টলের প্রলোভনে ব্যবহারকারীদের ডিভাইসে সাইবার আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা। ‘ইনস্টল লেটেস্ট মাইক্রোসফট আপডেট নাও’ বা ‘ক্রিটিকাল মাইক্রোসফট উইন্ডোজ আপডেট’ শিরোনামে ব্যবহারকারীদের কাছে ভুয়া বার্তাও পাঠাচ্ছে তারা।

হ্যাকারদের পাঠানো বার্তার লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীদের ডিভাইসে আঘাত হানে ক্ষতিকর ম্যালওয়্যার। এসব ম্যালওয়্যার ডিভাইসে প্রবেশ করে গোপনে ব্যবহারকারীদের সব তথ্য বিশেষ কোডে পরিণত করে ব্লক করে দেয়। ফলে সেগুলো ব্যবহার করা যায় না। পরে হ্যাকাররা তথ্যগুলোর বিনিময়ে অর্থ দাবি করে। দাবি করা অর্থ পরিশোধ করলেই শুধু ব্যবহার করা যায় তথ্যগুলো। আর তাই ভুয়া বার্তাটিতে ক্লিক না করে মুছে ফেলার অনুরোধ জানিয়েছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।

সূত্র : ইন্টারনেট

Exit mobile version