
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ওজোপাডিকো লিমিটেডের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা আট ঘন্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।
গত বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ওজোপাডিকো লিমিটেডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী প্রনব চন্দ্র দেবনাথ এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মজমপুর ৩৩/১১ উপকেন্দ্রের বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এনএস রোড, সার্কিট হাউজ, কোর্ট ষ্টেশন, ত্রিমোহনী এবং থানাপাড়া ফিডারের এলাকাসমূহ যথাক্রমে পেয়ারাতলা, হাসপাতাল মোড়, র্যাব ক্যাম্পের গলি, কাটাইখানা মোড়, কেনি রোড, কোর্টপাড়া, অর্জূন দাস আগরওয়ালা রোড, পিটিআই রোড, গোশালা রোড, পুলিশ লাইন, উদিবাড়ী, আলফার মোড়, কমলাপুর, রেনউইক মোড়, পৌরসভা, থানাপাড়া, চর থানাপাড়া, ছয় রাস্তার মোড়, থানার মোড়, চর আমলাপাড়া, বড় বাজার, চর মিলপাড়া, বড়বাজার রেলগেট ও পূর্ণ বাবুর ঘাট এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারনে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।