Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আবার বাড়লো সোনার দাম

ন্যাশনাল ডেস্ক : সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়েছে সংগঠনটি।

বাজুস শনিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। রবিবার (২৪ নভেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাকার বিপরীতে ডলারের দাম বাড়ার কারণে স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার থেকে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনা ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫৫ হাজার ৬৯৬ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫০ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে।

সনাতন পদ্ধতিতে সোনার দাম ২৯ হাজার ১৬০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের দাম অর্থাৎ ৯৩৩ টাকাই বহাল আছে।

শনিবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেটের ৫৪ হাজার ৫২৯ ও ১৮ ক্যারেটের ৪৯ হাজার ৫১৩ টাকায় বিক্রি হচ্ছে।

গত ১৮ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক টাকার বিপরীতে ডলারের মান বাড়িয়েছে। প্রতি ডলারের দাম পাঁচ পয়সা বাড়ানো হয়। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার কিনতে ৮৪ টাকা ৮০ পয়সা খরচ হচ্ছে। যা ১ বছর আগের তুলনায় দশমিক ৯২ টাকা বেশি।

Exit mobile version