Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আন্তর্জাতিক লেনদেনে ক্রেডিট কার্ডে অনুমতি লাগবে না

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক লেনদেনে ক্রেডিট কার্ডে অনলাইনে অনুমতির নিয়ম বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্প্রতি ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে আন্তর্জাতিক লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে আগেই আবেদনপত্র জমা দিতে হবে, এমন নির্দেশনা দেওয়া হয়েছিল।
এখন থেকে আন্তর্জাতিক লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংকের আর অনুমতি নিতে হবে না। আগের নিয়মে গ্রাহক নিজেদের ইচ্ছেমত লেনদেন করতে পারবেন।

Exit mobile version