এক অ্যাপেই সব সেবা ৫৬ মন্ত্রণালয়ের

ন্যাশনাল ডেস্ক : একটি মাত্র অ্যাপেই পাওয়া যাবে ৫৬টি মন্ত্রণালয়ের সব সেবা। এই লক্ষ্যেই কাজ করছে সরকার।

বাংলাদেশকে দ্রুত ডিজিটাল করার পথে এগিয়ে নিতে ‘মাই গভর্নমেন্ট অ্যাপ’ নামের ওই অ্যাপটি তৈরির কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে শিগগিরই ৫৬টি মন্ত্রণালয়ের সব সেবা পাওয়া যাবে।
২০২১ সাল মুজিববর্ষ সামনে রেখে সব মন্ত্রণালয়, বিভাগ এবং সেবাগুলোকে ডিজিটাইজেশনের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত ডিজিটাল সার্ভিস বাস্তবায়ন পরিকল্পনা সমন্বয়করণ ও ডিজাইন ল্যাবের সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) আয়োজিত এ অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম জানান, জনগণের হাতের মুঠোয় সরকারের সব সেবা পৌঁছে দিতে শিগগিরই স্থানীয় সরকার বিভাগকে ডিজিটাইজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *