অনলাইন ডেস্ক :bআওয়ামী লীগ যা বলছে তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত সংসদ নির্বাচনে তারা ভোট ডাকাতি করে নিয়ে গেছে। এতে করে বোঝা যায় আওয়ামী লীগের শক্তি কোথায়।
সোমবার (২৫ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিমান থেকে নেমে সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, তাদের সাথে রয়েছে প্রশাসন, এ জন্যই তারা বড় বড় কথা বলার সাহস পায়।
তিনি বলেন, বিনা ভোটের সরকারের বাজারে নিয়ন্ত্রণে নেই। দেশে পিয়াজের দাম বেড়েই চলেছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। সেদিকে সরকারের দৃষ্টি নেই। বিনা ভোটের সরকার জনগণের দুর্দশায় পাশে থাকার কথা বলেও তা হচ্ছে বাস্তবে উল্টো।
তিনি আরো বলেন, জনগণ বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে প্রচন্ড ভালোবাসেন, এটা জানতে পেরে বেগম জিয়াকে ভয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। অতিসত্বর তাকে নিঃশর্ত মুক্তি না দিলে জনগণ আন্দোলনে রাজপথে নামতে বাধ্য হবে।