Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বায়ুমণ্ডলে গ্রীনহাউজ গ্যাসের উপস্থিতি রেকর্ড ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক : পূর্বের বছরের তুলনায় রেকর্ড ছাড়িয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য গ্রীনহাউজ গ্যাসের উপস্থিতি। গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়াও বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে যেসব গ্যাস- মিথেন এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণও আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

গবেষকরা বলেছেন, ২০১৮ সালে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব প্রতি মিলিয়ন (পিপিএম) ৪’শ ৭ দশমিক ৮ এ পৌঁছেছে, যা এক বছর আগে ছিল ৪’শ ৫ দশমিক ৫ পিপিএম। এই বৃদ্ধি গত ১০ বছরের গড় পরিমাণের তুলনায় বেশি এবং ১৭৫০ সালের প্রাক-শিল্প সময়কার তুলনায় ১’শ ৪৭ শতাংশ বেশি।
বায়ুমণ্ডলে মিথেন এবং নাইট্রাস অক্সাইডসহ অন্যান্য উষ্ণতর গ্যাসের ঘনত্বও রেকর্ড করেছে। মিথেন গ্যাসের উপস্থিতি প্রাক-শিল্প স্তরের তুলনায় ২’শ ৬৯ শতাংশ এবং নাইট্রাস অক্সাইডের উপস্থিতি ১’শ ২৩ শতাংশ বেড়েছে। বায়ুমণ্ডলে এসকল গ্যাসের ক্রমবর্ধমান বৃদ্ধিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। কারণ ১৯৯০ সালের পর গ্রীনহাউস গ্যাসের ফলে বায়ুমণ্ডলের উষ্ণায়ন ৪৩ শতাংশ বেড়েছে।

Exit mobile version