ন্যাশনাল ডেস্ক : আগামী রবিবার করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১ ডিসেম্বর রিটার্ন জমা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চলতিবছর নিয়মিত রিটার্ন দাখিলের শেষ সময় হবে ৩০ নভেম্বর। তবে যুক্তি সংগত কারণ দেখিয়ে এ সময়ের পরেও কর দাতা রিটার্ন দাখিল করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের অনুমতি নিয়ে পরবর্তীতে রিটার্ণ জমা দেয়ার সুযোগ আছে।
এবারে নভেম্বর মাসের শেষ দুই দিন সাপ্তাহিত ছুটি শুক্র ও শনিবার থাকায় রবিবার রিটার্ন জমা দেয়ার সুযোগ দেয়া হয়েছে।
এনবিআর সদস্য কালিপদ হালদার বলেন, নিয়মিত রিটার্ন জমার শেষ দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় এবং ৩০ নভেম্বর আয়কর দিসব পালন করায় ১ ডিসেম্বর রিটার্ন জমার সুযোগ রাখা হয়েছে।