Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ইরানে গোপন বৈঠক হয়, সৌদি আরবে হামলার আগে

অনলাইন ডেস্ক : সৌদি আরবের তেলক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অন্তত চার মাস আগে তেহরানে গোপন বৈঠক হয় বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ঐ বৈঠকে ইরানের রেভল্যুউশনারি গার্ডের প্রভাবশালী শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমন চার জনের বরাতে রয়টার্সের বিশেষ প্রতিবেদনে বলা হয়, বৈঠকের পরিকল্পনা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অনুমোদন দিয়েছিলেন।

তবে এতে কঠোর শর্ত ছিল যে, হামলায় যেন কোনো বেসামরিক নাগরিক কিংবা মার্কিন নাগরিক হতাহত না হয়। যদিও রয়টার্স খামেনির অনুমোদনের সত্যতা যাচাই করতে পারেনি।

রয়টার্সের এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান। আর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সৌদি আরব

Exit mobile version