Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ট্রাফিক সার্জেন্ট দ্বীন ইসলামের ফোক গান

বিনোদন ডেস্ক : প্রথম গানের অ্যালবাম ২০০৩ সালে প্রকাশ পায়। পুরোদস্তুর ছাত্র অবস্থায় এই গানের অ্যালবাম তাঁকে কিছুটা পরিচিতি এনে দেয়। অ্যালবামের নাম ‘মা।’ প্রকাশ পায় ফাহিম মিউজিক থেকে। এরপর দীর্ঘ বিরতি। দ্বিতীয় অ্যালবাম প্রকাশিত হয় ২০১১ সালে। এরমধ্যে ২০১৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সেখানেও তাঁর কণ্ঠের প্রশংসা ছড়িয়ে পড়ে।

এবার দুটি ফোক গান নিয়ে আসছেন দ্বীন ইসলাম। বর্তমানে দ্বীন ইসলাম চাকরির পাশাপাশি তার নিজস্ব প্রডাকশন ‘Din islam Hd Entertainment’ এর ব্যানার গানের অডিওর কাজ চলছে এবং নিয়মিত মঞ্চ নিয়ে ব্যাস্ত আছেন।

পুলিশে তাঁকে নির্বাচন করা হয় ‘বাংলাদেশ পুলিশ’ এর থিম সং গাওয়ার জন্য। দ্বীন ইসলাম কণ্ঠ দেন। এই থিম সং এখন পুলিশের সর্বত্র বাজে। দ্বীন বলেন, আমি আমার দায়িত্ব পালনের পাশাপাশি সবসময় গাইতে চাই। সাধারণ মানুষের মধ্যে আমার একটা জায়গা তৈরি হয়েছে। আমি তাঁদের জন্যও গান করি।

সম্প্রতি গত বছরের ৪ জুন ইউটিউবে প্রকাশ করা হয় দ্বীন ইসলামের নতুন গানের মিউজিক ভিডিও ‘মন দিয়েছি তোকে’। ভিডিওটি সিডি চয়েস মিউজিক’র ইউটিউব চ্যানেলে দর্শক- শ্রোতারা দেখেছেন ৫০ লাখ। অল্প সময়ে ভিডিওটির জনপ্রিয়তা প্রসঙ্গে দ্বীন ইসলাম বলেন, ‘ভিডিওটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। অবাক হয়েছি, মাত্র এক মাসে ভিডিওটি মিলিয়নের ঘর পেরিয়ে গেল। এটা সত্যিই বিস্ময়কর।

দ্বীন ইসলাম বর্তমানে বাংলাদেশ ট্রাফিক ঢাকা দক্ষিণে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি গেয়ে চলেছেন আমজনতার জন্য গান।

Exit mobile version