Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

স্মার্টফোন ১৭ মিনিটেই পুরোপুরি চার্জ হবে

অনলাইন ডেস্ক : স্মার্টফোন দ্রুত চার্জ করার প্রযুক্তি অনেক দিন আগেই চলে এসেছে। তবে এত দ্রুত স্মার্টফোনের ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে যাবে, তা আগে কেউ ভাবেনি। ফোন চার্জে দিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার দিন ফুরিয়ে এল। এখন মাত্র ১৭ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে ৪,০০০ mAh ব্যাটারি! কারণ খুব শীঘ্রই 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি নিয়ে আসছে শাওমি।

সম্প্রতি একটি সম্মেলন শাওমি যা ইঙ্গিত দিয়েছে, তাতে আগামী বছরের (২০২০) শুরুতেই বাজারে চলে আসবে 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তিসহ স্মার্টফোন।

মনে করা হচ্ছে, শাওমির এম আই মিক্স ফোর ফোনে প্রথম এই 100W Super Charge Turbo চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হবে। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছুই জানায়নি সংস্থা।

চীনে আপাতত রেডমি কে ৩০ ফাইভ জি লঞ্চের চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছে শাওমি।

জানা গিয়েছে, শুধু শাওমি নয়, ২০২০ সালের শুরুতে Super Charge Turbo চার্জিং প্রযুক্তি যুক্ত হতে চলেছে ভিভোর এর একটি স্মার্টফোনে। আগামী বছর 120w Super Charge Turbo চার্জিং প্রযুক্তিসহ বাজারে আসতে চলেছে ভিভোর স্মার্টফোনও।

জানা গিয়েছে, ভিভোর ওই ফোনটির ৪,০০০ mAh ব্যাটারি মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে।

Exit mobile version