অনলাইন ডেস্ক : গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ছয় মাত্রার এই ভূমিকম্প বুধবার স্থানীয় সময় সকালে দেশটির ওই দ্বীপে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ও ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে।
ইএমএসসি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রিট ও কিথেরার দ্বীপের মধ্যে ৩৪ মাইল গভীরে। এথেন্স ও তার থেকে একশ ৬৫ মাইল দূরেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার প্রাথমিক কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে আলবেনিয়ায় ভয়াবহ ভূমিকম্প নিহত হন ২৩ জন। মঙ্গলবার স্থানীয় সময় ভোররাতে ছয় দশমিক চার মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির বেশ কয়েকটি অঞ্চল। এতে সেখানকার অন্তত ছয়শ জন নাগরিক গুরুতর আহত হয়।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।