Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সব ধরনের ক্ষতি থেকে বাঁচার দোয়া

ইসলামী ডেস্ক :  ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিন আন নাযিল্লা আও নাদিল্লা আও নাজলিমা আও নুজলিমা আও নাজহালা আও ইউজহালা আলাইনা।’

অর্থ : ‘আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার ওপর আমি নির্ভর করলাম। হে আল্লাহ! আমার পদস্খলন থেকে কিংবা পথভ্রষ্টতা থেকে কিংবা জুলুম করা থেকে কিংবা অত্যাচারিত হওয়া থেকে কিংবা অজ্ঞতাবশত কারো প্রতি মন্দ আচরণ থেকে বা আমাদের প্রতি কারো অজ্ঞতাপ্রসূত আচরণ থেকে তোমার নিকট আশ্রয় চাই।’

ফজিলত : যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়বে, ইনশা আল্লাহ কেউ তার ক্ষতি করতে পারবে না। এবং তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না। উম্মে সালামাহ (রা.) থেকে বর্ণিত, যখন রাসুল (সা.) ঘর থেকে বাইরে রওনা হতেন তখন বলতেন, ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউজুবিকা মিন আন নাযিল্লা আও নাদিল্লা আও নাজলিমা আও নুজলিমা আও নাজহালা আও ইউজহালা আলাইনা।’

সূত্র : তিরমিজি, হাদিস : ৩৪২৭)

Exit mobile version