অনলাইন ডেস্ক : শক্তিশালী ডিএসএলআর মানের ক্যামেরা সহ স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে সনি। আগামী বছর থেকেই তাদের ফোনে উন্নতমানের এইচডিআর, লো লাইট, অটোফোকাস ও হাই স্পিড ফোকাসের মতো ফিচারগুলো দেখা যাবে বলে জানিয়েছেন সনির ইমেজিং ও সেন্সিং সলিউশন বিজনেসের প্রধান। এসব ফিচার যুক্ত হলে স্মার্টফোনে ডিএসএলআর মানের ছবি উঠবে বলে দাবি করেছেন তিনি।
তিনি বলেন, এইচডিআর+ ব্লার ব্যাকগ্রাউন্ড ফিচার যুক্ত হলে ক্যামেরা শার্প ফোকাস করতে পারবে। ফলে স্মার্টফোনের ব্লার ব্যাকগ্রাউন্ডের ছবি তোলা যাবে। এছাড়াও, এইচডিআর প্লাস অটোফোকাস ও এএফ পিক্সেল অটোফোকাস পিক্সেল প্রযুক্তির মাধ্যমে কম আলোতেও ঠিকমতো ফোকাস করা সম্ভব হবে।
বর্তমানে একাধিক ক্যামেরা ও বড় আকারে চিপ সম্বলিত স্মার্টফোনের ট্রেন্ড চলছে। এই ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে সনি উৎপাদন বাড়িয়েছে।
সনির সেমিকন্ডাক্টার ব্যবসা বেশ লাভজনক অবস্থায় আছে। সেমিকন্ডাক্টার বিভাগের প্রেসিডেন্ট কিমুরা শিন জানিয়েছেন, চলতি বছর এই খাতে তাদের আয় হয়েছে ১.০৪ ট্রিলিয়ন ইয়েন। এরমধ্যে ইমেজ সেন্সরের বিক্রি থেকে আয় হয়েছে ৮৯০ বিলিয়ন ইয়েন।
সূত্র : টেক শহর