Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৩০ কেজি ওজনের অজগর উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের চরকাশেম গ্রামের লোকালয় থেকে ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। বুধবার রাতে সেই সাপটিকে গনিখালী সরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়।

বনবিভাগ জানায়, বুধবার বিকেলে চরকাশেম গ্রামের লোকালয়ে একটি গাছে প্রায় ১০-১২ ফুট লম্বা একটি অজগর সাপ দেখে ধরে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে বনবিভাগের স্থানীয় কর্মীরা। পরে সন্ধ্যায় রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সাপটি হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত সাড়ে ৯টায় মাদারবুনিয়া ক্যাম্পের আওতাধীন গহিনখালী সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করে দেওয়া হয়।

এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অজগর সাপটি উদ্ধার করে তাৎক্ষণিক সংরক্ষিত বনে অবমুক্ত করে দেওয়া হয়েছে।

Exit mobile version