নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর থেকে ৪ শ’ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
নাটোর র্যাব ক্যাম্প (সিপিসি-২) এর একটি অপারেশন দল এএসপি এস, এম, জামিল আহমেদ, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে বুধবার রাতে লালপুরে অভিযান চালিয়ে ৪ শ’ পিস ইয়াবাসহ লালপুরের ধনঞ্জয় পাড়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ টিটু (২৫) কে হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিটু স্বীকার করে বলেন, ওই ৪ শ’ পিস ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখি।
এ ব্যাপারে নাটোরের লালপুর থানায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।