Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত দুই

কুষ্টিয়া (মিরপুর) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু্ইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। নিহতরা ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর চেয়ারম্যান রোড নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত একজনের নাম হামিদুল(৫৫) জানা গেলেও অপরজনের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।

নিহতদের মধ্যে হামিদুল ইসলাম এর বাড়ি মিরপুরের ক্যানেলপাড়া এলাকায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য বিডি রিপোর্টকে জানান, মিরপুর থেকে কুষ্টিয়া ওই অটোরিক্সাটি ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা মেহেরপুরগামী কোরবান পরিবহণ ঢাকা মেট্টো-জ ০৪০৭৭৯ যাত্রীবাহী বাসটি চলমান অটোরিক্সাকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং রিক্সার দুইজন যাত্রীর ঘটনাস্থলেই মত্যু হয়। ওই অটোরিক্সার এক নারীসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি পুলিশ আটক করলেও চালক পালিয়েছে।

Exit mobile version