Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আন্তর্জাতিক গণিত দিবস হিসাবে ১৪ মার্চকে ইউনেস্কোর স্বীকৃতি

অনলাইন ডেস্ক : ১৪ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

২৬ নভেম্বর ইউনেস্কোর ৪০তম বার্ষিক সাধারণ সভায় ১৪ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ গণিত সমিতির সহ-সভাপতি ড. মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ১৪ মার্চকে পাই দিবস হিসেবে পালন করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে প্রতি বছর ১৪ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণিত দিবস পালন করা হবে। ২০২০ সালে ১৩ মার্চ ইউনেস্কোর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ১ম আন্তর্জাতিক গণিত দিবস উদ্বোধন করা হবে।

Exit mobile version