Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের পরীক্ষা রাতের অন্ধকারে চালালো রাশিয়া

অনলাইন ডেস্ক : গভীর রাতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ‘আরএস ১২ এম টপোল’ এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সামরিক শক্তিতে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে রাশিয়া। একের একের পর আধুনিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে দেশটি। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি।

রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভাতীয় গণমাধ্যমে শুক্রবার (২৯ নভেম্বর) এ খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, রাতের অন্ধকারে শক্তিশালী এই মিসাইলটির পরীক্ষা করা হয়। ইতিমধ্যে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে।

যে ভিডিওতে দেখা যাচ্ছে, অন্ধকারে আকাশ চিরে ধেয়ে যাচ্ছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল। মিসাইলটি প্রাথমিকভাবে পরীক্ষা করা হলেও এখনও রাশিয়ান আর্মিতে যোগ করা হচ্ছে না। মিসাইলটিকে নিয়ে আরও বেশ কিছুটা পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কাপুস্তিন ইয়ার মিলিটারি রেঞ্জ থেকে ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষামূলক উত্‌ক্ষেপণ হয়। মিলিটারি রেঞ্জটি দক্ষিণ রাশিয়ার অস্ত্রাখান এলাকায় অবস্থিত।

Exit mobile version