Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সূর্যের চাইতেও ১৩ গুণ বেশি উত্তাপ দেবে কৃত্রিম সূর্য, চীনের অবিশ্বাস্য আবিষ্কার

অনলাইন ডেস্ক : নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টরের মাধ্যমে ‘কৃত্রিম সূর্য’ তৈরিতে কাজ করে যাচ্ছেন চীনের বিজ্ঞানীরা। এই সূর্য অনেকটা সত্যিকার সূর্যের মতোই কাজ করবে।

এমনকি উত্তাপ সূর্যের চাইতেও ১৩ গুণ বেশি হবে। এর উত্তাপ হবে ২০০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা ৩৬০ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট। যেখানে সূর্যের কেন্দ্রে উত্তাপ ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বা ২৭ মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট।
ওই নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টরের কাজ শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে গত ২৬ নভেম্বর, মঙ্গলবার। ২০২০ সালে এটি কার্যকর হবে বলেও জানানো হয়েছে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে।

চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কোঅপারেশন অ্যান্ড দ্য সাউথ ওয়েস্টার্ন ইনস্টিটিউট অব ফিজিক্সের বানানো এই কৃত্রিম সূর্যের নাম দেওয়া হয়েছে এইচএল-টুএম। দেশটির সিচুয়ান প্রদেশের লেসানে এই রিঅ্যাক্টরটি বসানো হয়েছে।

Exit mobile version