বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকা মুল্যের ভারতীয় ঔষুধ জব্দ

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল চেকপোস্ট প্যাচেঞ্জার টার্মিনালের সামনে থেকে ২৫ লক্ষ টাকা মুল্যের ভারতীয় ৫৫১বোতল ঔষুধ জব্দ করেছে বিজিবি। শনিবার (১ ডিসেম্বর) দুপুর ২ টার সময় ঔষধগুলি জব্দ করা হয়।

বেনাপোল আইসিপি বিজিবি জানান, নিজস্ব গোয়েন্দা এফআইজির নায়েক আব্দুল আলিম এর সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে কামরুজ্জামান নামে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমান ঔষুধ নিয়ে বাংলাদেশে প্রবেশ করে চেকপোস্ট প্যাছেঞ্জার টার্মিনালের সামনে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার মোশারফ হোসেন এর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে ৫৫১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ঔষুধ জব্দ করেন। যার সিজার মূল্য ২৫ লাখ টাকা। কামরুজ্জামান দীর্ঘদিন যাবত ভারত থেকে ঔষুধ এনে বাংলাদেশে বিভিন্ন জেলায় সাপ্লাই করে থাকে বলে একাধিক সূত্র জানিয়েছেন। তার পাসপোর্ট নং ED 0697763।
জব্দকৃত ঔষধ বেনাপোল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *