নিজস্ব প্রতিবদক: নির্মানাধীন কুষ্টিয়া মডিকেল কলেজ ৫০০ র্শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মানাধীন ছাদ ভেঙ্গে পরে আজ বিকেল ৪টার সময়। বেশকিছু মিস্ত্রি ,হেলপার ঐ ছাদের উপরে ও নিচে কাজ করছিল হটাৎ ভঙ্গে পরে। মেহেরপুর জেলার সুনামধন্য ঠিকাদার প্রতিষ্ঠান জহুরুল ইসলামের নির্মানাধীন ভবনে এঘটনা ঘটে। স্থানীয়রা বলেন ,অপরিকল্পীত ভাবে এই ভবনের কাজ চলছিল হটাৎ ভবনের ছাদ একদিকে হেলে যায় পরে নিচে ভেঙ্গে পরে । শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনা স্থলে পুলিশ,ফায়ার সার্ভিস ,এম্বুলেন্স উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছেন।
Posted in আন্তর্জাতিক
কুষ্টিয়া র্মিানাধীন ৫০০র্শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাঁদ ভেঙ্গে প্রান হানীর ঘটনা ঘটেছে
January 17, 2019