Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেফতার অতিরিক্ত সচিব

অনলাইন ডেস্ক : ডাক্তার স্ত্রীকে মারধর করছিলেন তার স্বামী জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাকির হোসেন। এ সময় তার স্ত্রী ৯৯৯ এ ফোন করে সহযোগিতা চান পুলিশের। সঙ্গে সঙ্গে রমনা থানা পুলিশের একটি টিম হাজির হয় রাজধানীর বেইলী রোডের সরকারি বাসায়। সেখানে গিয়ে মারধরের প্রমাণ পেয়ে তার স্ত্রীকে পুলিশ উদ্ধার করে। পরে বিষয়টি পুলিশ মিটমাট করতে চাইলেও অতিরিক্ত সচিবের স্ত্রী রাজি না হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় অতিরিক্ত সচিবকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত সচিব জাকির হোসেন এর আগেও দুটো বিয়ে করেছিলেন। ওই স্ত্রীরা চলে গেছেন। গত বছর তিনি ফাতেমা জাহান নামের এই ডাক্তারকে বিয়ে করেন। তাদের ঘরে কোন সন্তান নেই। মামলায় ফাতেমা জাহান ৭০ লাখ টাকা যৌতুকের অভিযোগসহ তাকে নিয়মিত নির্যাতনের অভিযোগ করেছেন।

অতিরিক্ত সচিব (ওএসডি) ড. জাকির হোসেনকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯৯৯ খবর পেয়ে পুলিশ ওই বাসায় যাওয়ার পর অতিরিক্ত সচিব পুলিশের উপর ক্ষিপ্ত হন। তিনি জানান, স্বামী স্ত্রীকে সামান্য মারধর করতেই পারে। কিন্তু তার স্ত্রী অভিযোগ করেন নিয়মিতই তাকে মারধর করেন তার স্বামী অতিরিক্ত সচিব। তিনি আর সহ্য করতে না পেরে মামলার মতো একটি সিদ্ধান্ত নিয়েছেন। এবং ৯৯৯ সহযোগিতা চেয়ে পুলিশকে ফোন করেছেন।

Exit mobile version