Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য সকল পেট্রোল পাম্প বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি : ১৫ দফা দাবীতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন ও জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দিয়েছে ট্যাংকলরী শ্রমিক-মালিক ব্যবসায়ীরা।

রোববার সকাল ৬টা থেকে জেলার সকল প্রেট্রল পাম্পগুলো বন্ধ রেখে এই কর্মবিরতি পালন করছে তারা। এতে চরম ভোগান্তীতে পড়েছে মোটর সাইকেল চালকসহ বিভিন্ন পরিবহন চালকরা।

জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি, পেট্রলপাম্পের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের লাইসেন্স গ্রহণ প্রথা বাতিল করাসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজ সকাল ছয়টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটে চলছে।

সেই ধর্মঘটে সাড়া দিয়ে সব ধরনের জ্বালানি তেল বিক্রি, পরিবহন ও উত্তোলন বন্ধ রেখেছেন বগুড়া, ঝিনাইদহ, যশোর, মেহেরপুর ও নাটোরের পেট্রলপাম্পের মালিকেরা। এই ধর্মঘটের কারণে বিভিন্ন যানবাহনের চালক ও মালিকেরা বিপাকে পড়েছেন। ডিজেল না পেয়ে কৃষকেরাও জমিতে সেচ দিতে পারছেন না। এতে কৃষি কর্মকর্তারা ফলন বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছেন।

কুষ্টিয়ার প্রেট্রল পাম্পগুলোর মালিক ও শ্রমিকরা বলছেন, সড়কে পুলিশী হয়রানিসহ ১৫দফা দাবীতে আজ থেকে আমাদের শুরু হয়েছে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি পালন। খুলনা বিভাগের ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা আজ থেকে এই কর্মবিরতি পালনের ঘোষনা দেওয়ায় আমরা তাদের দাবীর প্রতি সমর্থন জানিয়ে এই কর্মবিরতি পালন করছি। দাবি পুরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, আজ সকাল থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি পালন। ট্যাংকলরী শ্রমিক-মালিক ব্যবসায়ীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানে কাজ করা হবে।

এদিকে খুলনা বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের সকল ট্যাংকলরী মালিক-শ্রমিক ও জ্বালানি তেল ব্যবসায়ীরা এই কর্মবিরতির ডাক দিয়েছে।
Exit mobile version