
বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগে কার্তিক আরিয়ান ও সারা আলি খানের সম্পর্কের ইতি হয়েছে বলে খবর শোনা গিয়েছিল। নিজেদের ক্যারিয়ারের স্বার্থেই একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন বলেও শোনা যায়। যদিও কার্তিক বা সারা কেউই কোনওদিন সম্পর্কে রয়েছেন বলেও প্রকাশ্যে স্বীকার করেননি কোনওদিনও। তবে সম্প্রতি নিজের স্ত্রী হিসাবে সারা আলি খানের নামই বেছে নিলেন কার্তিক আরিয়ান।
খুব শিগগির মুক্তি পেতে চলেছে কার্তিক আরিয়া-ভূমি পেডনেকর ও অনন্যা পান্ডে জুটির ছবি 'পতি পত্নী অউর বো'। এই ছবির প্রমোশনেই সম্প্রতি 'বলিউড হাঙ্গামা'কে কার্তিক একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারের অংশ হিসাবেই বেশকিছু মজার ও চটপটে প্রশ্নের জবাব দিতে হয় কার্তিককে।
তাঁকে প্রশ্ন করা হয়, সারা আলি খান, নুসরত বারুচা, কিয়ারা আদ্ভানি ও তারা সুতারিয়ার মধ্যে কাকে তিনি 'পত্নী' আর কাকেই 'বো'-র হিসাবে বেছে নিতে চান? কার্তিক অবশ্য প্রথমে বিষয়টা না বুঝেই নুসরাত বারুচা ও তারা সুতারিয়ার নাম নেন।
কার্তিককে পাল্টা প্রশ্ন করা হয়, তবে তিনি কিয়ারা ও সারাকে তিনি 'বো' হিসাবে দেখতে চান? বিষয়টা বুঝতে পেরে তৎক্ষণাৎ কার্তিক উত্তর বদলে নেন। বলেন স্ত্রী হিসাবে সারা এবং কিয়ারা তিনি স্ত্রী হিসাবে ও বাকি দুজন অর্থাৎ নুসরাত ও তারাকে 'বো' হিসাবে দেখতে চান। জিনিউজ
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.