Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়াতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে ফেয়ার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার, মানবাধিকার কর্মী, সংবিধান বিশ্লেষক প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, বাংলাদেশে দারিদ্র দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য হ্রাস, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেকার সমস্যার সমাধান প্রভৃতি সামাজিক উন্নয়নে এনজিওর ভূমিকা অপরিসীম। তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে সরকার এবং এনজিও’র যৌথ অংশীদারিত্বে উন্নয়ন কার্য করতে হবে।

ফেয়ারের পরিচালক দেওয়ান আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মাসুদুল হাসান মালিক, নিকুশিমাজের নির্বাহী পরিচালক জনাব সালমা সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক নিলুফা আক্তার নাসরিন।
আলোচনা সভায় ২১ টি এনজিওর পরিচালক ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version