যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের পর চতুর্থ শক্তি ইরান

অনলাইন ডেস্ক : ইরানিয়ান বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কলেজের ঊর্ধ্বতন উপদেষ্টা জেনারেল আল্লাহ নূর নুরুল্লাহি বলেছেন, ইরান প্রতিদিন ২০ হাজার মিসাইল উৎক্ষেপণে সক্ষম। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে ২১টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানি ক্ষেপণাস্ত্র তাক করা আছে।

গত শুক্রবার ইরানের অন্যতম প্যারামিলিটারি বাহিনী ‘বাসিজ’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণের বন্দরনগরী ‘বুশেহর’-এ আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তেহরানের সক্ষমতা নিয়ে তিনি বলেন, প্রতিদিন ২০ হাজার মিসাইল উৎক্ষেপণে সক্ষম ইরান। কিন্তু ইরানের সক্ষমতা আসলে আরও অনেক বেশি। যুদ্ধ বেধে গেলে এ দৈনিক চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম আমরা। সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধের জন্য ইরান প্রস্তুত।

নুরুল্লাহি বলেন, ‘যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর ইরান ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় বিশ্বে চতুর্থ শক্তি। ইরানের বিরুদ্ধে কোনো ভুল করলে তেল আবিব ও হাইফাকে গুঁড়িয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *