Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটরসাইকেল চালককে ৫০০০ টাকা জরিমানা

ন্যাশনাল ডেস্ক : নতুন সড়ক পরিবহন আইনে মামলা দায়ের শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়। নতুন আইনে ট্রাফিক পুলিশ মোটরযানের সব কাগজ ঠিক না থাকা, কাগজ মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া এবং ড্রাইভিং লাইসেন্স না থাকা ইত্যাদি নানা কারণে মামলা দিচ্ছেন।

এদিকে, সোমবার দুপুরে ড্রাইভিং লাইসেন্স না থাকায় নদী রক্ষা কমিশনের এক কর্মকর্তাকে ৫০০০ টাকা জরিমানা করেন মহাখালী এলাকায় গুলশান ট্রাফিক জোনের এক ট্রাফিক সার্জেন্ট। শুধু ড্রাইভিং লাইসেন্সই নয়, নদী রক্ষা কমিশনের দপ্তর-কর্তৃক প্রদত্ত ওই মোটরসাইকেলটির কাগজপত্রও মেয়াদোত্তীর্ণ ছিল। তবে মেয়াদোত্তীর্ণ কাগজের জন্য আলাদা জরিমানা করেননি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মেহেদী।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, যারা উল্টো পথে চলাচল করেছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই এমন মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপের ওপর নতুন সড়ক আইনে মামলা দেওয়া হচ্ছে।

 

Exit mobile version