Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মারুতি-সুজুকি ২ কোটি গাড়ি বিক্রির রেকর্ড গড়ল

অনলাইন ডেস্ক : ১৯৮৩ সালে ভারতের বাজারে আবির্ভূত হয় জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মারুতি-সুজুকি। ৩৬ বছরের ব্যবধানে এখন পর্যন্ত ভারতে দুই কোটি গাড়ি বিক্রি করে রেকর্ড গড়লো এই প্রতিষ্ঠানটি। ভারতে প্রথম এক কোটি গাড়ি বিক্রি করতে তাদের সময় লেগেছিল ২৯ বছর। এরপর গত সাত বছরে তারা বিক্রি করেছে আরও এক কোটি গাড়ি।

গাড়ি বিক্রির নতুন রেকর্ড প্রসঙ্গে মারুতি-সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কেনিচি আয়ুকায়া বলেন, আগামী দিনে ভারতের প্রতিটি পরিবারের গাড়ির স্বপ্ন পূরণ করাই হবে তাদের লক্ষ্য। এ লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছে মারুতি-সুজুকি।
১৯৮৩ সালে মারুতি ৮০০ গাড়ি দিয়ে ভারতের বাজারে সফর শুরু করেছিল মারুতি-সুজুকি। পেট্রল, ডিজেলচালিত গাড়ি হোক বা স্মার্ট হাইব্রিড বা সিএনজিচালিত গাড়ি-সব ক্ষেত্রেই ভারতের গাড়ি শিল্পে দাপট দেখিয়েছে মারুতি-সুজুকি।

Exit mobile version