বাংলাদেশ জিততে পারল না মালদ্বীপের বিপক্ষেও

অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়ান গেমসে ভুটানের কাছে প্রথম ম্যাচে হারের পর এবার মালদ্বীপের বিপক্ষেও জিততে পারল না বাংলাদেশ। আত্মঘাতী গোলে এগিয়ে গেলেও দক্ষিণ এশিয়ান গেমসে ছেলেদের ফুটবলে মালদ্বীপের কাছে শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে ডেমি ডের দল।কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়। নিজেদের প্রথম ম্যাচে সোমবার ভুটানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের তৃতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

ম্যাচের ১০ম মিনিটে রবিউল হাসানের শট পোস্টের ওপর দিয়ে যায়। ২১তম মিনিটে জালের নাগাল পেলেও রেফারির বিতর্কিত সিদ্ধান্তে গোল পায়নি বাংলাদেশ। তখন ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বাংলাদেশ কোচকে। ৩০তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আগের ম্যাচে হেরে আসা বাংলাদেশ। রবিউলের লম্বা থ্রোয়ে রিয়াদুল হাসান রাফির হেড গোলরক্ষক ফিস্ট করার পর সামনে থাকা আকরাম আব্দুল ঘানির গায়ে লেগে জালে জড়ায়।

৭০তম মিনিটে সমতায় ফেরে মালদ্বীপ। সতীর্থের বাড়ানো বল ধরে ডান দিক থেকে মাহুদে হোসাইনের নেওয়া শটে পরাস্ত হন বাংলাদেশের গোলকিপার জিকো। বলের লাইনে থাকলেও আটকাতে পারেননি তিনি। দুই ম্যাচে একটি করে হার ও ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ১। ভুটানকে মঙ্গলবার ৪-০ গোলে হারানো স্বাগতিক নেপাল এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দুই ড্রয়ে মালদ্বীপের পয়েন্ট ২। এর আগে ২০১০ সালে সর্বশেষ ফুটবলে সোনা জিতেছিল বাংলাদেশ। এবার দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে সেই আশা প্রায় শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *