টিকটক তথ্য পাচার করছে চীনের কাছে

অনলাইন ডেস্ক : ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক তার ব্যবহারকারীদের ব্যাপক পরিমাণ তথ্য চীনের কাছে পাচার করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, ব্যবহারকারীদের না জানিয়ে তথ্য চুরি করে পাচার করছে টিকটক।

টিকটকে বিশ্বব্যাপী ৫০ লাখের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। টিকটক এর আগে সাফ জানিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের তথ্য চীনের সার্ভারে তারা সংরক্ষণ করে রাখে না। তবে বিভিন্ন অযুহাতে উত্তর আমেরিকায় ব্যবহারকারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও সেটা চীনের পাচারের গুরুতর অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে।

ক্যালিফোর্নিয়ার আদালতে এরই মধ্যে টিকটকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই অভিযোগে বলা হয়, বিপুল সংখ্যক জনগোষ্ঠীর ব্যক্তিগত তথ্য পাচার করা হচ্ছে। আর সেসব তথ্য দ্বারা সেসব ব্যক্তিদের আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব।

অভিযোগে আরো বলা হয়েছে, টিকটক যেসব তথ্য পাচার করেছে, তা দিয়ে ওইসব ব্যবহারকারীদের চিহ্নিত করা থেকে তার সম্পর্কে ব্যাপকহারে জানা যাবে। আর এসব তথ্য ব্যবহার করে ভবিষ্যতেও ওইসব ব্যক্তিদের নজরদারিতে রাখা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *