Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পাইপলাইন বিস্ফোরণ,নিহতের সংখ্যা বেড়ে ৭৩ মেক্সিকোতে

ইন্টারন্যাশনাল ডেস্ক: মেক্সিকোতে তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও ৭৪ জন।
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হিদালগো রাজ্যে গভর্নর ওমর ফায়াদ। তিনি বলেন, ‘আহতদের মধ্যে সাত জনের বয়স ১৮ বছর। এ ছাড়া আরও একজন ১২ বছরের কিশোর অগ্নিদগ্ধ হয়েছে।’
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় মেক্সিকো শহর থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত লাহুয়েলিলপান শহরে এই পাইপলাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ভাঙ্গা পাইপলাইন দিয়ে তেল চুরি করার সময় দগ্ধ হয়ে মারা যান তারা।
মেক্সিকোর সাধারণ প্রসিকিউটর আলেজান্দ্রো গার্টজ মেনেরো জানিয়েছেন, গতকাল শনিবার এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপলাইনের আশেপাশে থাকা লোকেরাই এই বিস্ফোরণ ঘটিয়েছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে আরও জানান তিনি।
মেক্সিকোতে তেল চুরির ঘটনা বেশ নিয়মিত। সরকার এ বিষয়ে গত বছর দুইশো কোটি টাকার বড় পদক্ষেপ নিলেও বারবার তা ব্যর্থ হয়।

Exit mobile version