
বরিশাল প্রতিনিধি : বরিশালের মুলাদী উপজেলা বন্দরে ৫ নৈশ প্রহরীকে বেঁধে ৩টি স্বর্ণের ও একটি মুদি দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশের পোশাক পড়ে ওইসহ প্রতিষ্ঠানে ডাকাতি করা হয় বলে জানা গেছে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দুপুর পর্যন্ত অভিযুক্ত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
প্রতিষ্ঠানগুলোর ভুক্তভোগী মালিকরা জানান, গত সোমবার রাত ৯টার দিকে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান। রাত আড়াইটার দিকে খবর পান বন্দরে ডাকাত পড়েছে। পুলিশের পোষাক পরিহিত ডাকাতরা দায়িত্বরত ৫ নৈশ প্রহরীকে বেঁধে ওই প্রতিষ্ঠানগুলোর তালা কেটে স্বর্ণ ও নগদ অর্থ লুট করে নিয়ে যান। এর মধ্যে একজন নৈশ প্রহরী বাবুল তার বাঁধন খুলে ছুটে গিয়ে টহল পুলিশে খবর দেয়। টহল পুলিশ গাড়ি নিয়ে বন্দরে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে ৬টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
সকালে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.