কুষ্টিয়ায় ১ হাজার ৪০ টাকা দরে আমন ধান কিনছে সরকার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান কিনছে সরকার। প্রতি মণ ধানের দাম ধরা হয়েছে ১ হাজার ৪০ টাকা। গতকাল (৩ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন থেকে এই ধান কেনা শুরু করেন জেলা প্রশাসক আসলাম হোসেন।

এ বছর প্রত্যেক ইউনিয়ন থেকে ১৮০ জন কৃষক সরকারের নিকট সরাসরি ধান বিক্রির সুযোগ পাচ্ছেন। লটারির মাধ্যমে নির্বাচিত একেক জন কৃষক মোট ২৫ মণ ধান বিক্রি করতে পারবেন। এদিকে চলমান বাজার দর থেকে বেশি দামে ধান বিক্রি করতে পেরে কৃষকরা বেশ খুশি। তারা বলেন, এ বছর কুষ্টিয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে। এভাবে ন্যায্য মূল্যে সরকার আরও বেশি পরিমাণে ধান ক্রয় করলে সব কৃষক সুযোগ পেত এবং তারাও উপকৃত হতে পারতেন। কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, কুষ্টিয়ায় এবার ১০ হাজার ৮শ ২৮ মেট্রিক টন ধান কেনার কথা রয়েছে। শুধুমাত্র লটারিতে নির্বাচিত কৃষকরা সরকারের নিকট ধান বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যদি কেউ অনিয়ম করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় কৃষি ও খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *