Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মৌসুমী ট্রলের শিকার

অনলাইন ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়িকা মৌসুমী। এরপর থেকেই তাকে ঘিরে ফেসবুকে নানা গুঞ্জন শুরু হয়। কেউ কেউ বলছেন, চিত্রনায়িকা মৌসুমী একসময় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেত্রী ছিলেন। পাশাপাশি ওই সময়ের একটি ছবিও ফেসবুকে ভাইরাল করা হয়। তবে এসব গুঞ্জন উড়িয়ে গত বৃহস্পতিবার এফডিসিতে এক সংবাদ সম্মেলনে মৌসুমী জানিয়ে দেন, তিনি কখনোই কোনো দল করেননি। তবে মনেপ্রাণে আওয়ামী লীগকে সমর্থন করেন।

মৌসুমীর সুস্পষ্ট বক্তব্যের পরও থেমে নেই সমালোচকরা। জনপ্রিয় এই চিত্রনায়িকাকে নিয়ে ফেসবুকে চলছে ট্রল। এর মধ্যে একটি ট্রল নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

মৌসুমীকে নিয়ে ট্রল হচ্ছে ‘ফিডব্যাক’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘মৌসুমী’র সঙ্গে যুক্ত করে। ব্যান্ডশিল্পী মাকসুদুল হকের কণ্ঠে থাকা এ গানটি নব্বই দশকের দিকে প্রকাশ হয়। গানের লাইনগুলো থেকে ‘মৌসুমী কারে ভালোবাসো তুমি’ কথাগুলো খোরাক হয়েছে এই ট্রলে। যা ক্রমশই ভাইরাল হয়ে পড়ছে সবখানে। গানের কথা, তারেক রহমানের সঙ্গে মৌসুমীর ছবি এবং আওয়ামী লীগের মনোনয়ন কেনার সময় মৌসুমীর ছবি যুক্ত করে ট্রল করা হচ্ছে।

ট্রলের বিষয়টি গানের গায়ক মাকসুদুল হকের নজরেও এসেছে। এর প্রতিবাদে শনিবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন- ‘আমার একটা গানের শিরোনাম নিয়ে এক অভিনয় শিল্পীর ট্রল চলছে। রসিকতার অর্থ যদি হয় নারীর অসম্মান, তবে তা অত্যন্ত নিম্নরুচির পরিচয় বহন করে। একজন নারী সর্বসমক্ষে অসম্মানিত হলে আমার অন্তত হাসি পায় না।’

Exit mobile version