Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

এসএ গেমস ফুটবলে অবশেষে বাংলাদেশের জয়

অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়ান গেমসে টানা দুই ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন মাহবুবুর রহমান সুফিল। তিন ম্যাচে ১টি করে জয়, হার ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। কষ্টের এই জয়ে অবশ্য সোনার পদক জেতার আশাও টিকে থাকল। স্বাগতিক নেপালের বিপক্ষে আগামী রবিবার বাংলাদেশের চতুর্থ ও শেষ ম্যাচ।

আজ বৃহস্পতিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সুফিলের গোলে একাদশ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক থেকে জামাল ভূইয়ার ক্রস নিয়ন্ত্রণে নেওয়া সাদউদ্দিনকে আটকাতে গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন। দ্রুত ব্যাক পাসে সাদ বলে বাড়িয়ে দেন সুফিলকে। ফাঁকা পোস্টে সহজেই বল পাঠিয়ে দেন এই ফরোয়ার্ড। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল। কিন্তু সাদের জোরালো শট ফিরিয় দেন সুজন পেরেরা।

এর কয়েক মিনিট পর বিশ্বনাথ ঘোষ লঙ্কান গোলকিপারকে একা পেয়েও সুযোগ নষ্ট করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নাভীন নিকোলাসের ব্যাকভলি ফিরিয়ে দেন বাংলাদেশ গোলকিপার আনিসুর রহমান জিকো। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের দূর্গে মুহূর্মূহু আক্রমণ চালায় লঙ্কানরা। তবে এতে কোনো লাভ হয়নি। ৮০তম মিনিটে বাংলাদেশের হয়ে আরেকটি সুযোগ মিস করেন মোহাম্মদ ইব্রাহিম। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভুটান। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক নেপাল।

Exit mobile version