Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পিচঢালা সড়কে পিচ্ছিল খড়কুটা ও মৌসুমের ফসল শুকানো চরম দুর্ভোগে পথচারীরা

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বিভিন্ন এলাকার পিচের রাস্তার উপর মৌসুমের ফসলের খড়কুটা,ধান, বিচলি,গরুর মল রোদে শুকানো ও গরু বাঁধতে দেওয়া হচ্ছে।যার কারণে সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাব বেশি।পিচের রাস্তার জন্য যেমন দুর-দুরান্তে যোগাযোগ ব্যাবস্থা দ্রুত হওয়ায় মানুষ স্বস্তির নিংশ্বাস ফেলতে পারে।আবার অনেকে এ রাস্থার কারণে  সারা জীবন বুকে অজস্র বাথা বয়ে বেড়াচ্ছ।  আবার কোথাও দেখা যায় পিচের রাস্তার উপর মৌসুমের ফসল শুকানোর ফলে যানবাহন দুর্ঘটনা কবলিত হচ্ছে অনেকে প্রাণও হারায়।রাতের অন্ধকারে এ দুর্ঘটনাজনিত কারণ বেশি হয়। পিচের রাস্তা হওয়ায় গ্রামগজ্ঞের মানুষের যেমন উপকার হয়েছে।তেমন রাস্তার উপর এ কাজগুলোর জন্য চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারন পথচারীদের।

বিগত দিনে ফিরে দেখা,২০১৪ সালে ১৫ ফেব্রুয়ারি বেনাপোল সরকারি প্রাইমারি স্কুলের কোমল মতি বাচ্চারা বার্ষিক বনভোজন করে।বনভোজন থেকে ফেরার সময় রাতে পিচের রাস্তার উপর শাগের ডাটা ছিটানো থাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাসের খাদে পড়ে যায়। যা বাংলাদেশের বুকে এক বিরল ট্রজেডি ৯টি শিশুর প্রাণ অকালে ঝরে যায় আহত হয়১৫ শিক্ষার্থী।
এ সকল দুর্ঘটনা ঘটলে এর দায়ভার নেবে কে।সকলে যদি সচেতন হয় ও সচেতন মুলক কর্মকান্ড করে তাহলে এদুর্ঘটনা গুলো রোধ করা সম্ভব।এসমস্ত বিষয় গুরত্ব সহকারে দেখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি নজর দিতে আহ্বান করেন সড়কে চলাচলরত পথচারীরা।
Exit mobile version