Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কারিনা নির্বাচনে দাঁড়াতে পারেন

অনলাইন ডেস্ক: গত ৪০ বছর ধরে ভোপাল লোকসভা সিটে অধিকার জমাতে পারেনি কংগ্রেস। তাই নতুন পরিকল্পনা করেছে তারা। ২০১৯ সালের লোকসভা ভোটে এবার ভোপাল থেকে কংগ্রেসের হয়ে লড়তে পারেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, পতৌদি পরিবার ভোপালেরই বাসিন্দা। ১৯৯১ সালে সাইফ আলির বাবা ও ভারতীয় ক্রিকেটর মনসুর আলি খান পতৌদি, কংগ্রেসের হয়ে ভোপাল থেকেই দাঁড়িয়েছিলেন। কিন্তু সেসময় তিনি হেরে গিয়েছিলেন।

২০১২ সালে সাইফ আলির সঙ্গে বিয়ের পরে মাঝে মাঝেই কারিনা কাপুরকে ভোপালে দেখা গেছে। পারিবারিক নানা অনুষ্ঠানে অংশ নিতেই তার এমন ঘন ঘন ভোপাল ভ্রমণ বলে জানা গেছে। এই কারণেই কারিনাকে কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়ার প্রস্তাব দিয়েছেন দলের এক স্থানীয় কার্যকর্তা।

গুড্ডু চৌহান নামে ওই নেতা জানান, লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ানোর বিষয়ে কথা বলার জন্য তিনি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গেও যোগাযোগ করেছেন।

Exit mobile version