Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মার্কো সিলভা চাকরি হারালেন

অনলাইন ডেস্ক : ফুটবলে বরখাস্তের মাসে এবার চাকরি হারালেন এভারটনের কোচ কোচ মার্কো সিলভা। দলের বাজে পারফরম্যান্সের দায়ে এই করুণ পরিণতি বরণ করতে হলো তাকে। দলের দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় চাকরি হারালেন তিনি।

চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে আছে এভারটন। ১৫ ম্যাচ শেষে ৪ জয়ে এভারটনের পয়েন্ট মাত্র ১৪। তাদের নিচে আছে শুধুমাত্র নরউইচ সিটি ও ওয়াটফোর্ড। তারমধ্যে গত বুধবার লিভারপুলের কাছে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে দলটি। আর এ হারের পরদিন রাতেই চাকরি হারালেন সিলভা।

জানা গেছে, ২০১৮ সালে মে মাসে এভারটনের দায়িত্ব নেন সিলভা। তার অধীনে ৬০ ম্যাচের মধ্যে ২৪ ম্যাচ হেরেছে দলটি। আর জয় পেয়েছে ২৪ ম্যাচে।

Exit mobile version