নোকিয়া সবচেয়ে সস্তায় ফাইভজি ফোন আনছে

অনলাইন ডেস্ক : নোকিয়া ব্র্যান্ডের কোম্পানি এইচএমডি গ্লোবাল এবার ফাইভজি সেগমেন্টে পা রাখতে চলছে।

সম্প্রতি নোকিয়ার একটি টিজার ফাঁস হয়েছে। টিজারে দেখা গেছে, এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কার্ভাড প্যানেল এবং গ্লসি ফিনিশ থাকবে। এর পাশাপাশি একটি সার্কুলার ক্যামেরা মডিউলও আছে।

কোম্পানিটি ফাইভজি ফোনের ওপর কাজ শুরু করেছে, যা স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর এবং স্ন্যাপড্রাগন এক্স৫২ ৫জি মডেমের সঙ্গে বাজারে আসবে।

এইচএমডি গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার জুহো সারভিকাস জনিয়েছেন, নোকিয়ার এই ফোনে জিস ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হবে যা আগেও নোকিয়ার বিভিন্ন ফোনে দেখা গেছে। এর সঙ্গে পিউর ডিসপ্লে ব্যবহার করা হবে যেখানে এইচডিআর১০ ভিডিও সাপোর্ট করবে। এছাড়াও এসডিআর কনটেন্টকে এইচডিআরতে আপস্কেল করে এবং নোকিয়ার নতুন এই ফোনে ৪কে এইচডিআর ভিডিও রেকর্ডিং করাও সম্ভব হবে।

ফোনটির দাম সম্পর্কে কোম্পানির সিইওর কাছে জানতে চাইলে তিনি বলেন, বাজারে সবচেয়ে কম দামে অর্থাৎ সস্তায় ফাইভজি ফোন আনবে নোকিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *