Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মিথিলার নাম বদলে গেল

বিনোদন ডেস্ক : বিয়ের পর অনেক সেলিব্রেটিকে স্বামীর পদবি জড়িয়ে নিজের নাম পরিবর্তন করতে দেখা যায়। এবার এই তালিকায় যুক্ত হলেন মডেল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন মিথিলা। আর সেই বিয়ের একদিন পার হওয়ার আগেই বদলে গেছে বাংলাদেশি অভিনেত্রীর নাম। রাফিয়াত রশিদ মিথিলা থেকে এখন হয়ে গেছেন মিসেস রশিদ মুখার্জি।

নিজের ইন্সটাগ্রামে একটি বিয়ের ছবি পোস্ট করে মিথিলা লিখেছেন, ‘মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি’। আর এভোবেই নিজেই নতুন পরিচয় জানিয়েছেন তিনি। ইতোমধ্যে তার ওই পোস্টে ৬২ হাজারের বেশি লাইক পড়েছে।
২০০৬ সালের ৩ আগস্ট অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানকে বিয়ে করেন মিথিলা। টানা ১১ বছর সংসার করার পর ২০১৭ সালের বিচ্ছেদ হয়। তাদের আইরা তাহরিম খান নামের এক সন্তানও রয়েছে।

Exit mobile version