
অনলাইন ডেস্ক : লিওনেল মেসি যখন লা লিগায় একের পর এক ম্যাচে গোল করে যাচ্ছেন, ঠিক তখনই বোমা ফাটালেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। তার কথায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল যে, আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির অবসর আর খুব বেশি দূরে নেই। ফলে ফুটবল সমর্থকেরা মেসির শেষ ম্যাচগুলো মন দিয়ে উপভোগ করলে অনেক বেশি তৃপ্তি পাবেন। যদিও ভালভার্দে বলেছেন, মেসি নিজের মুখে অবসরের ইঙ্গিত দিয়েছেন বলে তা নিয়ে হতাশ হওয়ার প্রয়োজন নেই।
গত সোমবার প্যারিসে ষষ্ঠবারের জন্য ব্যালন ডি'অর খেতাব জেতেন বার্সেলোনা তারকা। যেখানে তিনিও ইঙ্গিত দিয়েছিলেন অবসরের। সেই প্রসঙ্গ টেনে ভালভার্দে বলেছেন, 'ওর বয়স ৩২ হয়ে গেছে। ফলে অবসরের ভাবনা আসতেই পারে। যদিও লিও নিজে কী ভাবছে, তা নিয়ে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে মনে হয়, হয়তো তাড়াতাড়ি সে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। কিন্তু ব্যাপারটা আবার এমনও নয় যে, আগামী তিন দিনের মধ্যেই অবসর ঘোষণা করে দেবে লিও।'
তিনি আরও বলেছেন, 'সবাইকেই একটা সময়ের পরে সরে দাঁড়াতে হয়। মেসিকেও অবসরে যেতে হবে। আমার পরামর্শ, ওর ফুটবল উপভোগ করুন। সেটা অনেক বেশি তৃপ্তিদায়ক। ম্যানেজার হিসেবে মেসির সঙ্গে কাজ করে নিজেকে গর্বিত মনে করি। একটা সময় অনেকে গর্বের সঙ্গে বলতেন, তিনি আলফ্রেদো দে স্তেফানোর সঙ্গে সময় কাটিয়েছেন। ভবিষ্যতে তেমনই আমিও জোরগলায় বলতে পারব, মেসির কোচ হিসেবে অনেকটা সময় কাটিয়েছিলাম। সেটাই আমার জীবনের সেরা প্রাপ্তি হিসেবে থেকে যাবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.