পঞ্চগড়ে শীতের প্রকোপ বেড়েছে দশের নিচে তাপমাত্রা, বাড়ছে শীতজনিত রোগ

পঞ্চগড় প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বেড়েছে। দিন দিন তাপমাত্রা আরো কমে আসছে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। গত বৃহস্পতিবার থেকে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশার সাথে সাথে উত্তরে হিমালয় থেকে ভেসে আসা ঠাণ্ডা বাতাসে গা হিম হয়ে আসে। অসম্ভব ঠাণ্ডা অনুভূত হয়। তাপমাত্রা শূন্যের দিকে নেমে আসে। শহরের চেয়ে গ্রামাঞ্চলে ঠাণ্ডার প্রকোপ বেশি। রাতে কুয়াশার কারণে পথঘাটে হেডলাইট জ্বালিয়েও যানবাহন চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। ভোরে চারপাশ কিছু সময় হালকা কুয়াশাচ্ছন্ন থাকে। শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত চরম দুর্ভোগে কাটাতে হচ্ছে তাদের। কেউ কেউ রাত কিংবা ভোরে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেন।

সকাল ৮টার পর সূর্যের দেখা মিললে খানিক উষ্ণতা পাওয়া যায়। এ সময় শিশু ও বৃদ্ধসহ পরিবারের সবাইকে নিয়ে রোদ পোহাতে দেখা। তবে সূর্যের তাপ বেশিক্ষণ স্থায়ী হয় না। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ২৮ হাজার শীতবস্ত্র দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণ শুরু হয়েছে।

গতকাল রবিবার রাতে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিনশ দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে উপজেলা প্রশাসন। তবে জেলার বিরাট অঙ্কের দরিদ্র জনগোষ্ঠীর তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ খুবই কম বলে জানান স্থানীয়রা।

তেঁতুলিয়া বাসিন্দা বৃদ্ধ আছমত আলী বলেন, দিনেত তাহো কনেক বেড়া যাছে, আতিত হাত পাও শিক লগে অচ্ছে। ঠান্ডাত ঘুমা না যায় বা।

এ ছাড়া শীতের প্রকোপ বাড়তে শুরু করায় জেলার হাসপাতালগুলোতে দিন দিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়েরিয়া, নিউমোনিয়া, শ্বাসসকষ্ট রোগীর সংখ্যা বেশি। শীতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত কয়েকদিন ধরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রতিদিন শীতজনিত শতাধিক রোগী বহির্বিভাগ থেকেই চিকিৎসা নিচ্ছেন। যারা বেশি অসুস্থ্য তারা কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় মারাত্মকভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসকের ৩৬টি পদের মধ্যে চিকিৎসক রয়েছেন মাত্র ৬ জন। এই শীতে ইনডোর ও আউটডোরসহ রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। সকাল থেকেই রোগীদের লম্বা লাইন পড়ে যাচ্ছে। তাই মেডিক্যাল অফিসারদের পাশাপাশি বহির্বিভাগের রোগীর ব্যবস্থাপত্র দিচ্ছেন মেডিক্যাল এসিস্ট্যান্টরাও।

পঞ্চগড় সদরের গোয়ালপাড়া এলাকার সুমাইয়া আক্তার সুমি বলেন, শীতের প্রকোপ বাড়ায় আমার দেড় বছরের ছেলের হঠাৎ করেই ঠাণ্ডা লেগে গেছে। বুকে কফ বসে গেছে। তাই হাসপাতালে নিয়ে এসেছি। কিন্তু হাসপাতালে কোনো শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নেই। তাই নিরুপায় হয়ে মেডিক্যাল এসিস্ট্যান্টদেরকেই দেখিয়ে ওষুধ নিলাম। খাইয়ে দেখি কমে কিনা।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. সিরাজউদ্দৌলা বলেন, দেশের অন্য স্থানের তুলনায় পঞ্চগড়ের শীতের প্রকোপ একটু বেশিই থাকে। এবারও তার ব্যতীক্রম নয়। শীতের প্রকোপ বাড়ায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে শতাধিক শীতজনিত রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। যারা বেশি অসুস্থ্য তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ না থাকায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। কেউ কেউ তাদের রোগী নিয়ে রংপুর দিনাজপুর ছুটছেন। রোগীর চাপ সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তারপরও আমরা আমাদের সাধ্য মতো চিকিৎসা দিয়ে যাচ্ছি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার থেকে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল রবিবার এখানে এই শীতের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। সোমবার তা বেড়ে দাঁড়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ডিসেম্বরে দুএকটি মৃদু ও মাঝারি ধরণের শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে।

গত ডিসেম্বরে শীতের সাথে সাথে ব্যাপক কুয়াশা থাকলেও এবার ভিন্নরকম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। এবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অসম্ভব ঠাণ্ডা অনুভূত হচ্ছে। কুয়াশা নেই বললেই চলে। দিনের বেলায় সূর্যের তাপে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, প্রায় ২৮ হাজার শীতবস্ত্র দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রত্যেক উপজেলায় প্রেরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *