মেসির অবসরের আলোচনা উস্কে দিলেন বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির অবসরের আলোচনা আবার উসকে দিলেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভার্দে। এর আগে লুই সুয়ারেজ বলেছিলেন, অবসর নিয়ে মেসির মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। ব্যালন ডি’‌ওর জিতলে কেউ যেমন খুশি হয়, তেমন নার্ভাসও হয়। মেসিও নার্ভাস ছিল।

কিন্তু বার্সা কোচ উল্টো কথাই বললেন। তিনি জানালেন, মেসির অবসর খুব বেশি দূরে নয়। এরকম কেন বলছেন তিনি?‌ তবে কি মেসি এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন?‌ ভালভার্দের জবাব, ‌অবসর ব্যাপারটা স্বাভাবিক। মেসির বয়স এখন ৩২। ও এখনই অবসর নিয়ে ভাবছে, একথা বলছি না। তবে একটা নির্দিষ্ট বয়সে পৌঁছনোর পর প্রত্যেককেই অবসর নিয়ে ভাবতে হয়।
এরপরই ভালভার্দের সংযোজন, মেসি যদি বিষয়টা নিয়ে ভাবে তার মানে এটা নয়, ও আগামী তিনদিনের মধ্যেই অবসর নেবে। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *