Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

আইফোনে চার্জিং পোর্ট থাকছে না

অনলাইন ডেস্ক : ল্যাপটপ থেকে ডিস্ক রম বা ইউএসবি ফেলে দেওয়ার পর এবার মোবাইল ফোন থেকে চার্জিং পোর্ট ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

সম্প্রতি অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো জানান, ২০২১ সালে লাইটনিং কানেকটর বাদ দেওয়া হতে পারে হাই-অ্যান্ড আইফোন মডেল থেকে। কয়েক বছর ধরেই আইফোন থেকে লাইটনিং পোর্ট বাদ দেওয়ার কথা চলছে।

২০১৭ সালে কুয়ো ধারণা করেছিলেন- আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি ব্যবহার করবে। ইদানীং বেশ কয়েকটি পণ্যে ইউএসবি টাইপ-সি কানেকটর যুক্তও করেছে অ্যাপল। নতুন আইফোনে আনা হয়েছে ফাস্ট চার্জিং সুবিধা যা ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ করবে।

ধারণা করা হচ্ছে, লাইটনিং কানেকটর বাতিল করে ওয়্যারলেস চার্জিং এবং অন্যান্য আপডেটের কারণে বিক্রির সঙ্গে সঙ্গে দামও বাড়বে হাই-অ্যান্ড আইফোনগুলোর।

Exit mobile version