Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

১২ ঘণ্টা চলবে স্মার্টফোন ১০ মিনিট চার্জেই

অনলাইন ডেস্ক : স্মার্টফোন প্রতিষ্ঠানগুলো ১টার পর একটা চমক দেখিয়েই যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় কোম্পানি মটোরোলা ৪ হাজার এমএএইচ ব্যাটারির ৬৪ মেগাপিক্সেলের স্মার্টফোন নিয়ে এসেছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের ‘ওয়ান হাইপার’ ফোনটিতে স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসরের সঙ্গে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমেও এর স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। এতে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে ৩২ মেগাপিক্সেল, যার অ্যাসপেক্ট রেশিও ১৯ অনুপাত ৯।

অন্যদিকে, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির ‘ওয়ান হাইপার’ নামের ফোনটিকে ১০ মিনিট চার্জ করলেই টানা ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। তবে ফোনটি ৪৫ ওয়াট সাপোর্ট করলেও রিটেল বক্সের সাথে থাকবে ১৫ ওয়াটের চার্জার।

আপাতত আমেরিকা ও ব্রাজিলে ফোনটি লঞ্চ করা হয়েছে। যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ ডলার অর্থাৎ প্রায় সাড়ে ৩৪ হাজার টাকা।

Exit mobile version