Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাংলাদেশের চলচ্চিত্র শ্রীলঙ্কার টেলিভিশনে

বিনোদন ডেস্ক :হাতে গোনা কিছু গ্রামীণ আটপৌরে জীবনের কতকথা আর টানাপড়েনের গল্প ‘মাটির প্রজার দেশে।’ কিছুটা সভ্যতার উন্মেষের সাথে ধর্মীয় ও সামাজিক জরার দ্বন্দ্বের মাঝে এই চলচ্চিত্রের পট উন্মোচিত। বিজন ইমতিয়াজের পরিচালনায় ৮৮ মিনিটের এই চলচ্চিত্রটি  ২০টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে।

এবার বাংলাদেশের এই ছবি দেখানো হবে শ্রীলঙ্কান টেলিভিশনে। বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির প্রযোজক আরিফুর রহমান। তিনি জানান, প্রথমবারের মতো ১৫ই ডিসেম্বর রাত ১০টায় বাংলাদেশের কোনো ছবি দেখানো হচ্ছে শ্রীলঙ্কার টেলিভিশন চ্যানেলে।

ছবিটি শ্রীলঙ্কার অফিশিয়াল ভাষা সিংহলিতে ডাবিং করে দেখানো হবে। গুপী বাঘা প্রোডাকশনের অফিশিয়াল ফেসবুক পেজ  থেকেও এটি জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, অসম্ভব গর্বের সাথে জানাচ্ছি শ্রীলঙ্কার ন্যাশনাল টেলিভিশনে প্রথমবারের মতো কোনো ভিন্ন ভাষার ছবি হিসেবে প্রিমিয়ার হবে ‘মাটির প্রজার দেশে’। ১৫ই ডিসেম্বর রাত ১০টার প্রাইম টাইম স্পটে। এই সময়টায় ৩০ লাখের বেশি দর্শক দেখবেন বাংলা ভাষার এ ছবিটি। মাটির প্রজার দেশে : ভাবনায় ডুবে যাবার চলচ্চিত্র

 

Exit mobile version