হোয়াকিন বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন

অনলাইন ডেস্ক : লা লিগায় প্রায় সব রেকর্ডই লিওনেল মেসির। তবে গত পরশু রিয়াল বেতিসের হোয়াকিন যে কীর্তি গড়লেন সেটা ভাঙা হয়তো সম্ভব নয় বার্সেলোনার এই কিংবদন্তিরও। হোয়াকিনের হ্যাটট্রিকে অ্যাথলেতিক বিলবাওকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বেতিস। ৩৮ বছর ১৪০ দিনে হ্যাটট্রিক করে নতুন ইতিহাসই গড়েছেন এই উইঙ্গার।

এর আগে ৩৭ বছর ১৫১ দিনে তিন গোল করে এত দিন এই তালিকায় শীর্ষে ছিলেন জার্মান বুন্দেস লিগায় ক্লাউদিও পিজারো। ৩২ বছর বয়সের মেসিকে ঘিরে এখনই আলোচনা চলছে আর কত দিন থাকবেন স্পেনে। তাই লা লিগায় গোলের চূড়ায় থাকলেও বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডটা নিজের করার সম্ভাবনা কম মেসির।

ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকেই ইতিহাস গড়ায় ভীষণ খুশি ৩৮ বছরের হোয়াকিন। তিনি বলেন, ‘এটা আমার জীবনের প্রথম হ্যাটট্রিক, মনে হয় না আর করতে পারব এমন কিছু। আমি গোল স্কোরার নই। অ্যাথলেতিকোর মতো দৃঢ় রক্ষণভাগের বিপক্ষে তিন গোল করে সত্যি গর্বিত। আমার বয়সের কথা ভাবলে সহজ নয় কাজটা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *