বিনোদন ডেস্ক : রাস্তায় ছোট্ট এক শিশু বেলুন বিক্রি করছে। সারা শরীরে ময়লা-দুর্গন্ধ। তাকে ডেকে এনে বুকে জড়িয়ে ধরলেন পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান। টালিউড অভিনেত্রীর এমন মানবিকতায় মুগ্ধ ওই পথশিশু।
বছর তিনেকের এক পথশিশুকে কোলে বসিয়ে আদর করে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছেন নুসরাত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টালিউডের এই আলোচিত নায়িকা।
ছবির নিচে লিখেছেন– ‘পথের ধারে এই এক বছরের শিশুটি বেলুন বিক্রি করছিল। বেলুনের থেকেও বেশি কিউট, বেশি রঙিন, আমার উইকেন্ডটা স্পেশাল হয়ে গেল এই স্পেশাল একজনের সঙ্গে সময় কাটিয়ে।’
শুধু পোস্টেই শেষ নয়, শিশুটিকে জড়িয়ে ধরে গালে চুম্বন পর্যন্ত করেছেন তিনি। সেই ছবিও পোস্ট করেছেন নায়িকা।
নুসরাতের এই মানবিকতা নতুন নয়। এর আগে সংসদে স্পিকারের পায়ে হাত দিয়ে প্রণাম করে সবার নজর কেড়েছিলেন তিনি।